গোলাপগঞ্জে মোটরসাইকেল দূর্ঘট নায় ২আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে দু'টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ২জন নিহত হওয়ার খবর জানা গেছে । বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রাণাপিং  তের মাইল নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই ১জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো ১জন নিহত হন ।

নিহতরা হলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ(৪৩), রানাপিং চন্দনভাগ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ(২১)। 
এছাড়াও আহতরা হলেন জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের আকমল হোসেমের পুত্র
জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জে ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল আলিমের পুত্র আরফুল হক জয়(২০)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন – খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
নবীনতর পূর্বতন