গোলাপগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে গাজাসহ ২মাদকসেবী আটক,অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান।

স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে গাজা সেবন করে নেশাগ্রস্থ অবস্থায় ২ জনকে অভিযান পরিচালনা করে আটক ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।  শনিবার রাত ৯টার দিকে উপজেলা ০৩ নং ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম থেকে গাজা সেবন করার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। 

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মিলটন চন্দ্র পাল।মোবাইল কোর্ট পরিচালনাকালে সার্বিক সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার ১দল পুলিশ।

এসময় আটককৃতদের বিরুদ্ধে গাজা সেবনের অভিযোগ আমলে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে (১) মোহাম্মদ মহিজ উদ্দিন-কে ১,০০,০০০/- টাকা অর্থদন্ড ও ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং (২) নজরুল-কে ২০,০০০/- টাকা অর্থদন্ড এবং ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানামূলে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নবীনতর পূর্বতন