গোলাপগঞ্জ মিডিয়া কাপ টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন মিডিয়ার কর্মরত সংবাদকর্মীদের অংশগ্রহণে “গোলাপগঞ্জ মিডিয়া কাপ টুর্নামেন্ট” আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টকে সফল করতে শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সাংবাদিক ও লেখক, আমা‌দের প্রতি‌দিন সম্পাদক আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিকরা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন— গোলাপগঞ্জে মিডিয়া কর্মীদের খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ইতিবাচক মনোভাব গঠনে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় টুর্নামেন্টের কাঠামো, দল গঠন, উদ্বোধনী অনুষ্ঠান, মাঠ ব্যবস্থাপনা ও দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয় আরও বিস্তৃতভাবে চূড়ান্ত করতে আগামী শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বৃহত্তর পরিসরে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত সকলেই মতামতের ভিত্তিতে টুর্নামেন্টটিকে সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের সিদ্ধান্ত নেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন— “গোলাপগঞ্জ মিডিয়া কাপ টুর্নামেন্ট” সাংবাদিক সমাজে নতুন প্রাণসঞ্চার করবে এবং ভবিষ্যতে এটি নিয়মিত আয়োজনের পথ সুগম করবে।

সভায় বক্তব‌্য রা‌খেন দৈ‌নিক আ‌লো‌কিত সি‌লে‌টের স্টাফ রিপোর্টার সম্পাদক ইমরান আহমদ, দৈ‌নিক একাত্ত‌রের কথা স্টাফ রিপোর্টার সা‌কিব আল মামুন, আমা‌দের প্রতি‌দিনের স্টাফ রি‌পোর্টার আ‌নোয়ার হুমায়ুন, তাইবা টি‌ভির সি‌লেট প্রতি‌নি‌ধি জা‌বের আহমদ, জি‌বি টি‌ভির বার্তা সম্পাদক আব্দুল্লা আল মাসুদ, বিজয়৭১ প্রতি‌নি‌ধি জাহাঙ্গীর আলম, আমার কন্ঠ প্রতি‌নি‌ধি আবুল হাসনাত, জালালাবাদ টি‌ভি প্রতি‌নি‌ধি মেহদী হাসান মা‌হি, তারন‌্য মি‌ডিয়া ইনচার্জ মীর কাওছার আহমদ, দেশ প্রতি‌দিন প্রতি‌নি‌ধি ইকবাল হো‌সেন মামুন, প্রতি‌রেখা প্রতি‌নি‌ধি ছাইম ইব‌নে আব্বাস, এফ এম নিউজ প্রতি‌নি‌ধি তাও‌হিদুল ইসলাম তা‌নিম প্রমুখ।

টুর্না‌মেন্টে স্পনসর তাইবা কনসাল‌টে‌ন্সির সিও তা‌রিক রহমান ছানু‌ এবং লন্ডন-বাংলা স্কু‌লের সভাপ‌তি নজরুল ইসলামকে গোলাপগ‌ঞ্জের সাংবা‌দিক‌দের পক্ষ থে‌কে ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানা‌নো হয়।
নবীনতর পূর্বতন