ঢাকাদক্ষিণে ইমাম আযম রহ. কনফারেন্স আগামীকাল শনিবার


ডেস্ক রিপোর্ট :: বাস্তবতার প্রয়োজনীয়তা উপলব্ধি, ও মানবজীবনে সংশয় দূরীকরণ এবং ইসলামী সমাজ বিনির্মানে লক্ষে ফিকরুল উম্মাহ পরিষদ এর পরিশুদ্ধ জীবনগঠনে শুদ্ধ ফিকাহের অধ্যয়নে ইমাম আযম রহ. কনফারেন্স ২০২৫ ইংরেজি সিলেটের ঢাকাদক্ষিণে অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার।

আগামীকাল ০৪ অক্টোবর শনিবার দুপুর ২টা থেকে ঢাকাদক্ষিণ বাজার চৌমুহনী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে এ কনফারেন্স। 

উক্ত কনফারেন্সে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ফকিহ, শায়খুল হাদীস, ইসলামিক স্কলার মুফতি দিলাওয়ার হুসাইন ঢাকা, বিশিষ্ট লেখক, গবেষক, মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন ঢাকা, মাওলানা আতাউল হক জালালাবাদি সিলেট সহ আরো বরেণ্য উলামায়ে কেরাম ও বুযুর্গানে দ্বীন প্রমুখ। 

সিলেটের সর্বস্থরের জনসাধারণের প্রতি আমন্ত্রণ জানিয়ে দেয়া একটি বার্তায় পরিষদের রুকন পর্ষদ পক্ষ থেকে জানানো হয়, সমাজের সর্বপ্রকার মানুষের কথা চিন্তা করেই আমাদের আয়োজন বিধায় সকলের স্বতস্ফুর্ত উপস্থিতি জীবন পরিচালনায় অনন্য পাথেয় হবে আমাদের এই ইমামে আযম রহ. কনফারেন্স।
নবীনতর পূর্বতন