গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার হেতিমগঞ্জ ও গোলাপগঞ্জ বাজারে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন। অভিযানে র‍্যাব-৯–এর একটি দল সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা যায়, ডাক্তার না হয়েও ‘ডাক্তার’ পদবী ব্যবহার করায় হেতিমগঞ্জ বাজারের নির্মল কুমার বিশ্বাসকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০–এর ২৯ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে গোলাপগঞ্জ বাজারের মো. দেলোয়ার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দুই মামলায় মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। তিনি বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’
নবীনতর পূর্বতন