ডেস্ক রিপোর্ট:: তরুণ আলেম, লন্ডন প্রবাসী, হাফিয মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ’র অর্থায়নে জালালাবাদ ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউপি শাখার সার্বিক ব্যবস্থাপনায় গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়ন ভিত্তিক মক্তবসমূহকে নিয়ে মক্তব প্রতিযোগিতা আজ ২৫ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে।
ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টা থেকে প্রতিযোগিতা শুরু হবে। পুরস্কার বিতরণ করা হবে বাদ যুহর। প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ পাঁচ হাজার টাকা ও ক্রেষ্ট, দ্বিতীয় পুরস্কার নগদ তিন হাজার টাকা ও ক্রেষ্ট, তৃতীয় পুরস্কার নগদ দুই হাজার টাকা ও ক্রেষ্ট। চতুর্থ থেকে দশম পর্যন্ত প্রতিযোগীকে দেয়া হবে নগদ পাঁচশত টাকা ও ক্রেষ্ট। তাছাড়া অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে সম্মাননা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জালালাবাদ ইমাম সমিতি সিলেটের কেন্দ্রীয় সেক্রেটারি সহ স্থানীয় মাদরাসা সমূহের মুহতামিম, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মসজিদ কমিটির দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
মক্তব প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন জালালাবাদ ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউপি শাখার সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন হেলালী।
Tags
গোলাপগঞ্জ