স্টাফ রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে প্রায় এক কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর জামে মসজিদ সম্মখু এলাকায় গোলাপগঞ্জ মডেল থানার টহল পুলিশের অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মো. হৃদয় (২২), পিতা-আবদুল খালেক, সাং-বারখলা, থানা-দক্ষিণ সুরমা, সিলেট। রুমন আলী (২৩), পিতা-মৃত আজমল আলী, সাং-জাহানপুর, থানা-মোগলাবাজার, সিলেট। সাইফুল ইসলাম (২৫), পিতা-আলঙ্গীর হাওলাদার, সাং-ঐঠরা, থানা-উজিরপুর, জেলা-বরিশাল।
জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এস আই আনন্দ চন্দ্র ও এসআই অঞ্জন চন্দ্র সরকার এর নেতৃত্বে একদল পুলিশ সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলালপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তায় চেকপোষ্ট থেকে ৩চোরাকারবারিসহ, তাদের সাথে থাকা কার্ভাড ভ্যান (রেজি নং- ঢাকা মেট্রো-ন-২১-৮১৩৭)জব্দ করে।
এ সময় জব্দকৃত কাভার্ডভ্যানের ভিতর রক্ষিত মালামাল তল্লাশী করে ভারতীয় তৈরী ও বাজারজাতকৃত বডি লোশন ক্রিম, ময়েশ্চারাইজার ক্রিম, ফেইসওয়াশ, আইবল চকলেটসহ বিভিন্ন প্রসাধনী কোম্পানির ১,৩৪,১৬,৮২০/-(এক কোটি চৌত্রিশ লক্ষ ষোল হাজার আটশত বিশ) টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) আনন্দ চন্দ্র বাদী হয়ে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ধারা ২৫B(১)(খ) / ২৫ড ধারায় মামলা দায়ের করেছেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Tags
গোলাপগঞ্জ