স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে অবৈধ টিলাকাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১,৫০,০০০/- হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,আজ বুধবার উপজেলার ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিনপাড়া গ্রামে স্থানীয় মর্তুজা হাসান কর্তৃক অবৈধ ভাবে টিলা কাটছেন এমন অভিযোগ পেয়ে বিকাল আনুমানিক ৩:০০ টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মিলটন চন্দ্র পাল। এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে টিলাকাটার দায়ে মর্তুজা হাসানকে ১,৫০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করেন৷
জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জনাব মিলটন চন্দ্র পাল জানান,
পরিবেশ রক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম।
Tags
গোলাপগঞ্জ