গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক


স্টাফ রিপোর্ট ::
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সোমবার (২৯ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।

এসময় হাসপাতালের উন্নয়নকল্পে এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালে ডাক্তার, মেডিকেল টেকনোলজিষ্ট, পরিছন্নতা কর্মী, নিরাপত্তার জন্য আনসার নিয়োগের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

এছাড়াও পুরাতন ভবন সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীনতর পূর্বতন