সাংবাদিক, শিক্ষক অজামিল চন্দ্র নাথ'র প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

স্টাফ রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রথিতযশা সাংবাদিক, শিক্ষক, সমাজ সেবক অজামিল চন্দ্র নাথের প্রথম মৃত্যুবার্ষীকি আজ। তিনি গত বছর এই দিনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অজামিল চন্দ্র নাথ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের হলধর চন্দ্র নাথের পুত্র।

৯০ এর দশকে অজামিল চন্দ্র নাথ দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দৈনিক শ্যামল সিলেট ও চ্যানেল এস এর গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 
এছাড়াও তিনি সাপ্তাহিক সিলেটের তথ্য পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন।


সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশার সাথেও জড়িত ছিলেন। ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
নবীনতর পূর্বতন