স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে আরাফাত ইসলাম রাফি (২৭) নামের এক যুবক নিখোঁজ হয়েছিলেন। র্যাব-৯ এর সহযোগিতায় তাকে সোমবার রাত দুইটার দিকে অক্ষত অবস্থায় ঢাকার যাত্রাবাাড়ীতে পাওয়া গেছে। রাফিকে একটি চক্র অপহরণ করেছিল। অপহরণকারীরা তাকে ফেলে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মঞ্জুর আহমদ।
জানা যায়, রোববার (১৭ আগস্ট) দুপুরে রাফি আহমদ পূবালী ব্যাংক গোলাপগঞ্জ শাখায় টাকা তুলতে আসেন। এরপর বিকেল ৪টার দিকে তার পরিবারের সাথে তার মুঠোফোনে সর্বশেষ যোগাযোগ হয়। এরপর পর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
আরাফাত ইসলাম রাফি ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
Tags
গোলাপগঞ্জ