ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান করে ৩৫৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ গাও এলাকায় জমশেদ আলীর পুত্র ছালে আহমদ (৪৬) নামের এক মাদক কারবারির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়িতে মূল আসামিকে পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।
অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলা মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tags
গোলাপগঞ্জ