স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জের ভাদেশ্বরে হিরা মিয়া (৫০)নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হিরা ভাদেশ্বর ইউনিয়নের মৃত আফতাব আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে তার বাড়ি হতে অনুমান ৭০ গজ দূরে রাস্তার পার্শ্বে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে বলে জানিয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা জানান, মৃতদেহ ময়নাতদন্তের নিমিত্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট মর্গে প্রেরণ করা হচ্ছে।
Tags
গোলাপগঞ্জ