স্টাফ রিপোর্ট ::
সিলেটের গোলাপগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার গোলাপগঞ্জ মডেল থানায় গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু ও তার পরকিয়া প্রেমিকার নামোল্লেখ সহ আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন নিহত রনির ভাই বাহার উদ্দিন। তবে এখনো কোন আসামীকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, রণি নিহতের ঘটনায় রাজু সহ দুইজনের নামোল্লেখ করে মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী এলাকায় গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে মো. রণি হোসেনকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের পর রনিকে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. রণি হোসেন (৩০) উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। তিনি দুই সন্তানের জনক। অপরদিকে অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তারও স্ত্রী ও এক সন্তান রয়েছে।
জানা যায়, রণি ও রাজু দুজনেই ছিলেন ভালো বন্ধু। গত কয়েকদিন থেকে রাজুর বিরুদ্ধে পরকিয়া প্রেমের অভিযোগ তোলেন রণি। এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি একধিক ছবিও পোস্ট করে রনি। এতেই ক্ষিপ্ত হয়ে গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজু নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে রণিকে ছুরিকাঘাত করে খুন করেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।