স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো মনিরুজ্জামান মোল্যা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো. জুনায়েদ কবির।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো.মাশরেফুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালা উদ্দিন ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Tags
গোলাপগঞ্জ