ডেস্ক রিপোর্ট ::রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৮ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এদিকে এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসা নিতে যাওয়া এখন পর্যন্ত ৩৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে।সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনরা হলেন- শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (১০), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (০৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (১৩), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম (১৭), জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া (১৪), আরিয়ান (১২), তৌফিক (১৩), নূসরাত (১৩), তানভীর আহমেদ (১৩)। তাদের মধ্যে তানভীর আহমেদ মারা গেছে।অন্যদিকে, ঢাকা মেডিকেলে যাওয়া চারজন হলো- রাইয়ান (১৪), জুনায়েদ (১১), জারিফ (১২) ও সবুজা বেগম (৪০)। এর মধ্যে জুনায়েত মারা গেছে।
আহতরা বর্তমানে হাসপাতালগুলোর জরুরি বিভাগে চিকিৎসাধীন।উল্লেখ্য, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Tags
জাতীয়