মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের 'প্রস্তুতি সভা' অনুষ্ঠিত



ডেস্ক রিপোর্ট :: জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ এর কেন্দ্রীয় পরীক্ষা উপলক্ষে 'প্রস্তুতি সভা' অনুষ্ঠিত হয়েছে।

(২৫ জুন ২০২৫ ইং) বুধবার রাত ৯টার সময় বোর্ডের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউপি শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ, সহ সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী, সহ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আলিম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা সফির উদ্দিন, মাওলানা রশীদ আহমদ, মাহবুব হুসাইন জাকির, হাফিয কয়েছ আহমদ, হাফিয মাওলানা আবুল হারিছ, হাফিজ ফয়সল আহমদ, হাফিয আবু বকর সিদ্দিক প্রমুখ।

সভায় যে সকল সিদ্ধান্ত গৃহীত হয়:—
১. আগামী ৩১ জানুয়ারী ২০২৬ ইং শনিবার কেন্দ্রীয় মক্তব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২. কেন্দ্রীয় মক্তব পরীক্ষা উপলক্ষ্যে ইমতেহান কমিটি গঠন করা হয় (সিলেবাস সহ সকল কাজ রেডি করা)। দায়িত্বশীল হলেন মাওলানা আনোয়ার হোসেন হেলালি, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা ছফির উদ্দিন, হাফিজ নোমান মাহফুজ, মাওলানা রায়হান উদ্দিন।
৩. গত বছরের মতো বিভাগ থাকবে। ক্বায়দা বিভাগ, আমপারা বিভাগ, নাযারা বিভাগ, মক্তব সমাপনী বিভাগ। বোর্ডের আমার মক্তব বই সহ ফয়জে বর্ণভী মক্তব বোর্ডের বই সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে।
৪. প্রকাশনা বিভাগের দায়িত্ব দেয়া হয় সাধারণ সম্পাদক হাফিজ নোমান মাহফুজ ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালিকে। সদস্যগণ বোর্ডের বই, সিলেবাস সহ যাবতীয় প্রকাশনার বিষয় আঞ্জাম দিবেন।
৫. সদস্য ফি ৫০০ টাকা বাৎসরিক হারে আদায় করা। প্রতি মক্তবের বাৎসরিক ফি ১০০টাকা ধার্য করা হয়।
৬. ইউনিয়নের মক্তবসমূহ সফর করা। কমিটি সহ ইমাম সাহেবকে নিয়ে মক্তব বিষয়ে আলাপ আলোচনা করা।
৭. ২৪ ঘন্টার তাবলীগী সফর করা। মসজিদে মসজিদে দাওয়াতি কার্যক্রম শুরু করা।
৮. মসজিদ কমিটি ও স্থানীয় আলেমদের সমন্বয়ে বৈঠক করা।
৯. অর্থ সম্পাদক পদে মাওলানা ছফির উদ্দিন, মক্তব কল্যাণ সম্পাদক পদে হাফিয মাওলানা আবুল হারিছ, সদস্য পদে হাফিজ ফয়সল আহমদ ও হাফিয আবু বকর সিদ্দিককে নির্বাচিত করা হয়।
১০. ২৩ জুলাই বুধবার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।


নবীনতর পূর্বতন