ডেস্ক রিপোর্ট ::
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাপগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (০৪ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কমিটি গঠন করা হয়।
এসময় ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তালুকদার মকবুল হোসেনের সভাপতিত্বে উপজেলার ১১টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইয়াহিয়া ছিদ্দিককে সভাপতি ও ২নং গোলাপগঞ্জ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মস্তাক আহমদকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সাংগঠনিক সম্পাদক - ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শিপুল চন্দ্র দাস, সদস্য -
১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নগেন্দ্র রুদ্র পাল, সদস্য- ১নং বাঘা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহুরুল আলম ও সদস্য- বুধবারীবাজার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক।
এদিকে কমিটিতে ৫জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকে উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রদান করা হয়েছে। তারা হলেন, ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তালুকদার মকবুল হোসেন, ৪নং লক্ষ্মীপাশা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফয়জুল ইসলাম, ৩নং ফুলবাড়ী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ৮নং ভাদেশ্বর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল কাশেম, ১১নং শরীফগঞ্জ ইউনিয়ন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আহমদ হোসেন।
Tags
গোলাপগঞ্জ