স্টাফ রিপোর্ট :: সিলেট পল্লীবিদ্যূৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সকাল ০৯:০০টা থেকে বিকাল ০৫:০০টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট পবিস-১।
গোলাপগঞ্জ উপজেলার আওতাধীন যেসকল ইউনিয়ন পরিষদের লাইন বন্ধ থাকবে সেই এলাকা হলো-
১.ফুলবাড়ি
২.গোলাপগঞ্জ পৌরসভা (উপজেলা)
৩.বাঘা আংশিক
৪. ভাদেশ্বর
৫. শরীফগঞ্জ আংশিক
৬. লক্ষণাবন্দ ও
৭. লক্ষীপাশা আংশিক
Tags
গোলাপগঞ্জ
