ডেস্ক রিপোর্ট :: সিলেটের জাফলংসহ আরও পাঁচটি পাথরকোয়ারি আর ইজারা দেওয়া হবে না বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। আজ জাফলং পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জলবায়ু, বন ও পরিবেশ এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উপদেষ্টারা জানান, পরিবেশ ধ্বংস এবং লুটপাট বন্ধে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পাথরশ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তাঁরা।
এ সময় স্থানীয় প্রশাসনকে পাথর উত্তোলন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে আরও কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে খুব শিগগিরই অবৈধ সব পাথরভাঙার মিল (ক্রাশার মেশিন) সরিয়ে ফেলার নির্দেশ দেন উপদেষ্টারা।
জাফলং সফরের অংশ হিসেবে পিয়াইন নদীও ঘুরে দেখেন তাঁরা। এ সময় উপদেষ্টা রেজওয়ানা হাসানের গাড়ি আটকে বিক্ষোভ করেন স্থানীয় কয়েকজন শ্রমিক। পরে প্রায় ১০ মিনিট পর পুলিশ হস্তক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
Tags
সিলেট
