স্টাফ রিপোর্ট : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোলাপগঞ্জ পৌর শাখা নেতা জাকারিয়া আহমেদ লাকি(২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ইয়াগুল এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সে রণকেলী ইয়াগুল এলাকার রিয়াজ আহমদের পুত্র।
পুলিশ জানায়, গোলাপগঞ্জ থানায় দায়েরকৃত মামলা নং- ০৫, তারিখ - ৭ নভেম্বর ২০২৪ (জিআর মামলা নং-১৯৫/২৪) এর তদন্তে জাকারিয়া আহমেদ লাকির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। মামলার ঘটনার ভিডিও ফোটেজ ও ছবির মাধ্যমে তাকে সনাক্ত করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা জানান, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে মামলার ঘটনার সাথে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে।
Tags
গোলাপগঞ্জ