হেতিমগঞ্জে যুবলীগ কর্মী আরিফের উপর হাম লা, অবস্থা সংকটাপন্ন



ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে মেহেদী হোসাইন আরিফ (২৬) নামে এক যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে বাজার সংলগ্ন একটি দোকানের সামনে তার উপর অতর্কিতভাবে হামলা চালায় একদল দুর্বৃত্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ বাজারে ব্যক্তিগত প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিলেন। এ সময় কয়েকজন যুবক তার উপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আরিফ বর্তমানে আইসিইউতে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

আহত আরিফ স্থানীয় যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। তার পরিবার দাবি করেছে, ঘটনার দুই দিন আগে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে আরিফকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
নবীনতর পূর্বতন