যেভাবে গ্রেফতার করা হয় গোলাপগঞ্জে ফাহিম হ ত্যা'র প্রধান ৩ আসামি
স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামে ফাহিম আহমদ (২৫) হত্যা মামলার প্রধান আসামী সাইদ আহমদ সহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯মে) রাতে চট্রগ্রামের ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা।
গ্রেপ্তারকৃতরা হলো পশ্চিম বারকোট গ্রামের জিলাল উদ্দিনের দুই ছেলে সাঈদ আহমদ ও মাহিদ আহমদ ও স্ত্রী কুলসুমা বেগম।
এই মামলার আরেক আসামী জিলাল উদ্দিন পলাতক রয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল রাতে পশ্চিম বারকোট গ্রামে আব্দুল হালিমের ছেলে ফাহিম আহমদ (২৭) কে এ জায়গা সংক্রান্ত বিরোধের জেরে তারই ফুফাতো দুই ভাই, ফুফু ও ফুফা মিলে ছুরিকাঘাত ও হামলা করেন। এসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরের দিন সকালে ফাহিম আহমদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত ফাহিমের পিতা আব্দুল হালিম পরের দিন শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা (মামলানং-০৩ তারিখ -০২-০৫-২০২৫ইং) দায়ের করেন। এই মামলায় তাদের ৮দিন পর প্রযুক্তির ব্যবহার করে চট্রগ্রামের ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
Leave Comments
একটি মন্তব্য পোস্ট করুন