সড়ক দূর্ঘটনায় আহত বাঘার ফাহিম ১০দিন পর না ফেরার দেশে

Daily Golapganj
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-26T14:35:35Z
advetrisement


স্টাফ রিপোর্ট :: সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ১০দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গোলাপগঞ্জের ফাহিম আহমদ। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (২৬এপ্রিল) বিকাল ৪ ঘটিকার সময় সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

ফাহিম উপজেলার বাঘা ইউপির দক্ষিণ বাঘা মাঝের মহল্লা গ্রামের আহাদ মিয়ার ছেলে।

উল্লেখ্য, ফাহিম আহমেদ গত ১৬ই এপ্রিল দক্ষিণ সুরমার কুশিঘাট এলাকায় মটর সাইকেল দূর্ঘটনায় মারাত্মক আহত হন।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl