স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে পুণ:নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক হিসেবে পুণ:নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রাজ্জাক।
শনিবার (১২ এপ্রিল) বাদ মাগরিব পৌর সদরে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক মজলিসে শুরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন।
দুই পূর্বের অধিবেশনের প্রথম পর্বে উপজেলা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কুদ্দুছ ওলি। সভায় উপজেলা শাখার বার্ষিক রিপোর্ট পেশ করেন মাওলানা আব্দুর রাজ্জাক। রিপোর্টের উপর উনমুক্ত পর্যালচনা শেষে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্ব হস্তান্তর করে পূর্বের কমিটি বিলুপ্ত করেন।
দ্বিতীয় পর্বে উপজেলা শাখার নির্বাহী সদস্য ও ইউনিয়নের নির্ধারিত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ভোট শেষে সভাপতি হিসেবে হাফিজ মাওলানা আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করেন প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার।
পরবর্তীতে সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন- সহসভাপতি হাফিজ আব্দুস সালাম, আবু ফেরদাউস, মাওলানা সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক মাইনুদ্দীন লিটন, বায়তুলমাল সম্পাদক মাওলানা সাজিদুর রহমান, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শাহনুর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার জাকের আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ ওলি, তথ্য ও প্রচার সম্পাদক ইমরান আহমদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাসেম উদ্দিন, অফিস ও প্রকাশনা সম্পাদক মাস্টার শিপার আহমদ, দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নুরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা আবুল খায়ের, হাফিজ সুলেমান আহমদ, মঞ্জুর আহমদ, মাহতাব উদ্দিন খান, মাওলানা ইকবাল আহমদ, একরামুল হক চৌধুরী, ডা. এনামুল হক, মাওলানা মাশুক আহমদ।
সর্বশেষ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাষ্টার নুরল হক, জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা আহমদ মাহফুজ আদনান। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল আহাদ।
Tags
গোলাপগঞ্জ