স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জের লক্ষীপাশায় কৃষি জমি থেকে মাটি কেটে উত্তোলনের অপরাধে একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মছকাপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।
তিনি জানান, রোববার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের শ্রীবহর গ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
Tags
গোলাপগঞ্জ