স্টাফ রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জের লক্ষীপাশায় দা (বটি) দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে নির্মম ভাবে বাবা দুলু মিয়াকে (৬০) খুন করেছে ঘাতক ছেলে। নিহত দুলু মিয়া উপজেলার লক্ষিপাশা ইউপির পালপাড়া জাঙ্গালহাটা গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল অনুমান সাড়ে ৫ ঘটিকায় নিহতের নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায়। পুলিশ খুনি ছেলেকে আটক করেছে। সে নিহত দুলু মিয়ার ছেলে সুলতান আহমদ (৩৩)। ঘটনার সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা যায়। সুলতান আহমদ কিছুটা মানসিক রোগী বলে স্থানীয়রা জানান। প্রায় ৭ মাস আগে সুলতান আহমদ ফ্রান্স থেকে দেশে এসেছেন।
জানা যায়, উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের পালপাড়া জাঙ্গালহাটা গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে দুলু মিয়া আসরের নামাজ পড়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। এ সময় সুলতান আহমদ তার বাবাকে ধারালো দা (বটি) দিয়ে কুপিয়ে দেহ থেকে মাথা আলাদা করে নির্মম ভাবে খুন করেন। এ সময় নিহতের মেয়ে রান্নাঘর থেকে শব্দ শুনে দুলু মিয়ার রুমে এগিয়ে আসলে দেখতে পান আপন ভাই সুলতান আহমদ ধারালো দা (বটি) দিয়ে কুপিয়ে বাবাকে খুন করছেন এবং সমস্ত কক্ষ রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি তাৎকক্ষণিক চিৎকার দিলে স্থানীয়রা এসে সুলতান আহমদকে আটক করে একটি রুমে তালাবদ্ধ করে রেখে পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা সঙ্গীয় ফোর্স ও অফিসার নিয়ে ঘটনাস্থাল পরিদর্শন করেন এবং খুনি ছেলে সুলতান আহমদকে আটক করেন ও নিহত দুলু মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়নি। এদিকে নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় খুনি সুলতান আহমদ কিছুটা মানসিক রোগী ছিলেন। তিনি প্রায় ৭ মাস আগে ফ্রান্স প্রবাস থেকে দেশে এসেছেন।
গোলাপগঞ্জের পল্লী এলাকায় ছেলের দা (বটির) কুপে বাবা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা।
