ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম



স্পোর্টস ডেস্ক :: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম্যান্স করার পর নানা সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম। কথা হচ্ছিল ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও। এর মধ্যেই বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অবসরের কথা জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করেছিলেন গোল্ডেন ডাক। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫ বলে ২ রান। দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদা মাফিক ব্যাটিং করতে পারেননি তিনি। যে কারণে দর্শকদের থেকেও শুনতে হচ্ছিল তীব্র সমালোচনা। তবে সেই সমালোচনা দীর্ঘায়ত করতে দিলেন না স্বয়ং মুশফিকই। আজ থেকে তাকে ওয়ানডে ক্রিকেটের অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করতে বলেছেন তিনি নিজেই।
নবীনতর পূর্বতন