গোলাপগঞ্জে খেলাফত মজলিসের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল




স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্বিরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার খেলাফত মজলিস ভাদেশ্বর ও শরীফগঞ্জ ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে উপজেলার মীরগঞ্জে একটি পার্টি সেন্টারে পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে এবং হাফিজ ফায়েক আহমদ ও হাফিজ মুহাম্মদ ঈসার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জোন শাখার সহ সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুরে মাওলা, সিলেট জেলা শাখার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ নজীব আল-আইয়বী, ইসলামি ছাত্র মজলিস সিলেট পুর্ব জেলা শাখার সভাপতি সালমান আহমদ, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল খালিক, ইসলামি যুব মজলিস সিলেট জেলা সহ সভাপতি হাফিজ মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, বায়তুলমাল সম্পাদক মঈনউদ্দীন লিটন, উলামা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা নুরুল ইসলাম, ফ্রান্স খেলাফত মজলিস নেতা মাওলানা দিলওয়ার বিন মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরিতে ১২ জন প্রতিযোগীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
নবীনতর পূর্বতন