ঢাকাদক্ষিণে লাইলাতুল কদরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল


ছবি: ডেইলি গোলাপগঞ্জ


স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে লাইলাতুল কদরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ঢাকাদক্ষিণ ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি কিবরিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকোয়ান আহমদ নাবিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি এহতেশামুল আলম জাকারিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক আদিলুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোলাপগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি সাজ্জাদুর রহমান নিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা শাখার কর্ম ও শূরা সদস্য মো. রশিদ আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আব্দুল মালেক, ৬ নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এস এম আব্দুর রহিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলা পূর্ব শাখার সাবেক অর্থ -সম্পাদক কবির আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুলতান আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি শিমু আহমদ প্রমুখ।
নবীনতর পূর্বতন