নারী ও শিশু সুরক্ষায় বিএনপির বিশেষ সেলের সিলেট জেলা কমিটিতে দায়িত্ব পেলেন নোমান উদ্দিন মুরাদ



স্টাফ রিপোর্ট :: দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং “নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তায়’ গঠিত বিশেষ সেলের সিলেট জেলা কমিটিতে স্থান পেয়েছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ(০১৭১৮৩১৬৭৬৫)। আজ শুক্রবার দেশব্যাপী এই সেল গঠন ও এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্তদের তথ্য প্রকাশ করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানানো হয়, নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী করা হয়েছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে।

বিএনপি দুই ধাপে এই বিশেষ সেল গঠন করেছে। একটি হচ্ছে দলটির ৮৪টি ‘সাংগঠনিক জেলা’ সেল এবং অপরটি হচ্ছে দেশের প্রত্যেক জেলার সেল।

নোমান উদ্দিন মুরাদ ছাড়াও দেশের জেলা ও মহানগরভিত্তিক গঠিত সেলে সিলেট জেলার অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-ডা. রাবেয়া (০১৭১১১৬৫৮৭৮) ও ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী (০১৭১২৭৩১৯২৩)। মহানগর এর দায়িত্ব প্রাপ্তরা হলেন,সালেহ্ আহমেদ নেদা (০১৭১১৩৩৮২২১), ডা. ইশরাত জাহান করিম (০১৭১১৩৬৫৭৪০) ও ডা. নুরুল ইসলাম সিদ্দিকী (০১৭১২৯৭৩৬৫৬)।
নবীনতর পূর্বতন