গোলাপগঞ্জে নির্বাচন অফিসের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন




স্টাফ রিপোর্ট :: জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশন স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে সমগ্র দেশের ন্যায় বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সম্মুখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।  

বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে উপজেলা নির্বাচন অফিসার মো: আহসান ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সরস্বতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সুপারভাইজার মো: তাজ উদ্দিন, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুপারভাইজার আব্দুল হান্নান, বাগলা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুপারভাইজার লুৎফুর রহমান, বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হায়াত।

আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ভোটার হাল নাগাদ তালিকার সুপারভাইজার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সেবাগ্রহীতারা।
অবস্থান কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠানে বক্তরা বলেছেন, এনআইডি তৈরীতে শুরু থেকে সবচেয়ে গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করে আসছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে ২০০৮ সাল থেকে অদ্যাবধি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে সকল পর্যায়ের মানুষজনের এনআইডি কার্ড নাগরিক সুবিধাসহ সবচেয়ে গুরুত্বপুর্ণ হয়ে উঠছে সেটি। এই জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সাধারণ নাগরিকদের শতাধিক সেবামূলক প্রতিষ্ঠান সেবা দিয়ে যাচ্ছে। সেটি অন্য দপ্তরে স্থানান্তর করা হলে সমগ্র দেশের জনগণের গোপনীয়তা নিরাপত্তা নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি চরম ভোগান্তি দেখা দিবে। বক্তারা বলেন এনআইডি কার্ডের সকল কার্যক্রম নির্বাচন কমিশনের আওতায় থাকার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকরের প্রতি জোর দাবি জানিয়েছেন।
নবীনতর পূর্বতন