স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত দুটি ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার আছিরগঞ্জ বাজার ও হেতিমগঞ্জ বাজার এলাকার হিলালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।
জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত মেসার্স ফয়জুল ব্রিক ফিল্ড ও মেসার্স অলিউর রহমান ব্রিক ফিল্ড নামে দুটি ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।
অভিযানে সিলেট পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব-৯, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও গোলাপগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা সহযোগিতা করেন।
Tags
গোলাপগঞ্জ