গোলাপগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা



স্টাফ রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১:০০ টা থেকে ৪:০০ পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মছকাপুর গ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ১টি মামলায় একজনকে ১০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল মাহমুদ ফুয়াদ। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।
নবীনতর পূর্বতন