গোলাপগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার



স্টাফ রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট-টু-জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের সদস্য জকিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের কবির আহমদ ওরফে সুনু মিয়ার পুত্র আব্দুল্লাহ আহমদ (২৬) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রানিগাঁ গ্রামের মজনু মিয়ার পুত্র মো.ফয়সাল হাসান (২০) কে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, গ্রেফতারকৃত ডাকাত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ০১টি ডাকাতি, ০১টি চুরি ও ০১টি দস্যুতার মামলা রয়েছে। অপর আসামি মো: ফয়সাল হাসান এর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এ ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
নবীনতর পূর্বতন