জিয়া সাইবার ফোর্স গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন

Daily Golapganj
শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-31T21:33:55Z
advetrisement


বিজ্ঞপ্তি:: সিলেটের গোলাপগঞ্জে জিয়া সাইবার ফোর্সের উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) যুবদল নেতা সালাউদ্দিনকে আহবায়ক করে ও ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন রনিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন সিলেট জেলা সাইবার ফোর্সের আহবায়ক জামাল আহমদ এবং সদস্য সচিব মোস্তাক আহমদ চৌধুরী।


কমিটির অন্যান্যরা হলেন - সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মান্না, যুগ্ম আহবায়ক সিজান মিয়া, আশরাফুল ইসলাম, রাজন আহমেদ, রনি আহমেদ, কাওছার আহমেদ, জাহিদ আহমেদ, ইমন আহমেদ, একরামুল কবির সানী, ইমন আমদেন নয়ন, আব্দুল কাইয়ুম রুম্মান, সদস্য নাহিদুল হাসান আরিফ, জাহিদুল ইসলাম, ফরহাদ আহমেদ, তাহেরুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহসুদ (মিন্টু), শামসুল ইসলাম শিপু, আলিম আহমেদ, আনসার আহমেদ ওহি, মাহফুজ হোসেন রিফাত, মুজাহিদ আহমেদ, রাহাদ আহমেদ, ছামাদ আহমেদ, হামজা আহমেদ, ইছতিকা আহমেদ, কাদির আহমেদ, রেদোয়ান আহমেদ, সাকিরুল আহমেদ।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl