গোলাপগঞ্জে পাইপ লাইন থেকে জ্বা লা নি তেল চু রি, চক্রের অন্যতম সদস্য গ্রেফতার

Daily Golapganj
রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-12T16:54:15Z
advetrisement



স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে অপরিশোধিত জ্বালানি তেল চুর চক্রের অন্যতম সদস্য খালেদ আহমদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায়

বাঘা ইউপির মুরাদপুর এলাকা থেকে তাকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেফতার করে।

খালেদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার তেরাপুর গ্রামের মকদ্দস আলীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ থেকে পাইপের মাধ্যমে আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে যাওয়া জ্বালানি তেলের (পেট্রল) অপরিশোধিত পদার্থ (কনডেনসেট) উপজেলার ভাদেশ্বরসহ কয়েকটি এলাকায় পাইপ ছিদ্র করে চুরি হতো দীর্ঘদিন ধরে। গত বছরের ১৬ ডিসেম্বরও ভাদেশ্বর এলাকায়  পাইপ কেটে ৭২ হাজার টাকার ১২ শ লিটার তরল পদার্থ চুরি হয়।

এ ঘটনায় পরদিন (১৭ ডিসেম্বর) ‘তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র সিলেট অঞ্চলের উপ-পরিচালক (নিরাপত্তা) নূর মোহাম্মদ লিটন চৌধুরী বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এতে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

রোববার গ্রেফতারকৃত খালেদ আহমদ ছাড়াও মামলার এজাহার ভুক্ত আসামিরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গইচাষীয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে রিপন মিয়া (৪৫), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুবিদপুর গ্রামের দিরেন্দ্র দেবনাথের ছেলে নয়ন দেবনাথ (৩৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার খমিয়া গ্রামের আব্দুস শহিদ (শফিক)-এর ছেলে আলী হোসেন সোহেদ (৪৩)।

মামলা দায়েরের ২৫ দিনের মাথায় এবার চক্রটির অন্যতম সদস্য খালেদকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) তাকে আদালতে প্রেরণ করা হবে বলে গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl