গোলাপগঞ্জে আ'লীগের দুই সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Daily Golapganj
বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-29T16:39:31Z
advetrisement


স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে আওয়ামী লীগের দুই সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

গ্রেফতারকৃতরা হলেন - উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরফ উদ্দিন শরিফ এবং আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টু।

জানা যায়, গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের নাইওরপুল এলাকা থেকে শরফ উদ্দিন শরিফকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও মোগলাবাজার থানায় ৫ আগস্টের পর দায়েরকৃত হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। এর মধ্যে মোগলাবাজার থানায় তার বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর নাশকতা মামলায় দায়ের করা হয়। র‍‍্যাব ওই মামলায় তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
এ দিকে বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে সৈয়দ হাসিন আহমদ মিন্টুকে গ্রেফতার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।
মিন্টু উপজেলার আমনিয়া গ্রামের মৃত সৈয়দ রকিব উদ্দিনের ছেলে। গত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে আমুড়া ইউপিতে বিজয় লাভ করেন।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl