ডেস্ক রিপোর্ট : গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
বিজয় দিবস উপলক্ষ্যে সকালে বীর সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহবায়ক বাদল আহমদ, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরান চৌধুরী, পৌর যুবদল নেতা জাকির আহমদ, নাইম আহমদ, পলাশ আহমদ, শাকিল, কদর আহমদ প্রমুখ।