সাংবাদিক জাহেদের স্বদেশ আগমন উপলক্ষে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

Daily Golapganj
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-25T09:56:42Z
advetrisement


ডেস্ক রিপোর্ট : গোলাপগঞ্জ প্রসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদের স্বদেশ আগমন উপলক্ষে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে জাহেদূর রহমানের জাহেদের নিজ বাড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কর্মরত সাংবাদিক 
বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রসক্লাবের আহবায় এম আব্দুল জলিল, সাবেক সভাপতি এনামুল হক এনাম, শহিদুর রহমান সুহেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সাংবাদিক বদরুল আলম, কেএম আব্দুল্লাহ, সুলতান আবু নাসের, সাকিব আল মামুন, ফারহান মাসউদ আফছর, এমডি ফাহিম আশরাফ, ডিএইচ মান্না, তামিম আহমদ, আফসার আহমদ প্রমুখ।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl