স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জের গুরুত্বপূর্ণ বাজারসমুহের রাস্তা ও ফুটপাতে অবৈধ স্থাপনা, যত্রতত্র পার্কিং ও অস্থায়ী দোকানের কারণে সৃষ্ট যানজট ও জন দূর্ভোগ নিরসনের উদ্যোগ নিয়েছে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন। সে লক্ষ্যে আগামীকাল থেকে অভিযানে নামছে প্রশাসন। সোমবার বিকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জান হেলাল, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক ইনচার্জ (টি আই) ইকবাল হোসেন, এস আই এসএম রোজেল মিয়া, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ, ঢাকাদক্ষিণ মাইক্রোবাস শাখার সহ সভাপতি রায়হান আলম, সম্পাদক মোর্শেদ আহমদ,ঢাকাদক্ষিণ সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি বাবলু আহমদ, জকিগঞ্জ বাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রাজন, গোলাপগঞ্জ ট্রাক, পিকআপ, কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল আহমদ নুর, সহ-সভাপতি আইন উদ্দিন, গোলাপগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি মাখন মিয়া,সম্পাদক জাহেদ আহমদসহ বিভিন্ন শাখার শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় ইউএনও মিল্টন চন্দ্র পাল বলেন, আগামীকাল(মঙ্গলবার) থেকে গোলাপগঞ্জের এক এক করে হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, ঢাকাদক্ষিণ, ভাদেশ্বরসহ সকল বাজার দখল ও অবৈধ পার্কিং মুক্ত করতে অভিযান চালানো হবে। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Tags
গোলাপগঞ্জ
