গোলাপগঞ্জ থেকে হ ত্যা মামলার দুই আসামি গ্রেফ তার

Daily Golapganj
শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-28T10:08:09Z
advetrisement
স্টাফ রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জ থেকে গোয়াইনঘাট উপজেলার হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব (র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন)-৯। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হেতিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়াইনঘাট থানার দ্বারীখেল গ্রামের সিরু মিয়ার ছেলে কালা মিয়া (৩০) ও তার স্ত্রী সলিমা বেগম (২৮)।
বিজ্ঞাপন

র‍্যাব জানায়, এই দুই আসামী গোয়াইনঘাট থানার (এফআইআর নং-১৩/২০৬, তারিখ- ১৩ সেপ্টেম্বর ২০২৪ইংরেজি) হত্যা মামলার এজাহার নামীয় আসামী। তারা গোলাপগঞ্জ উপজেলায় আত্মগোপনে ছিল। শুক্রবার রাতে র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl