যথাযোগ্য মর্যাদায় গোলাপগঞ্জে মহান বিজয় দিবস পালিত



স্টাফ রিপোর্ট : যথাযোগ্য মর্যাদায় গোলাপগঞ্জে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন,সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বিজয়ের ৫৩তম বার্ষিকীতে গোলাপগঞ্জ উপজেলার বীর সৌধে সূর্যোদয়ের সাথে সাথে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানান উপজেলাবাসী।

সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির ও পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ পৌর পরিষদ, উপজেলা ও পৌর বিএনপি,যুবদল, ছাত্রদল, গোলাপগঞ্জ মডেল থানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।



মহান বিজয় দিবসে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে উপজেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল।

পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিশেষ শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলার আয়োজন করা হয়।

গোলাপগঞ্জ

নবীনতর পূর্বতন