নিজ নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে সৈয়দা আদিবা




স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জের সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা, গোলাপগন্জ-বিয়ানীবাজার সংসদীয় আসনের সাবেক সাংসদ মরহুম সৈয়দ মকবুল হোসেন তনয়া, শিক্ষানুরাগী সৈয়দা আদিবা হোসেন নিজ নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৭এপ্রিল) দুপুরে পরিদর্শনের পাশাপাশি সৈয়দা আদিবা হোসেন বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সাথে একটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন। উক্ত পরিচিতি এবং মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ রুহেল আহমদ আকন্দ, সদস্য সচিব উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী শহিদুল হক, শিক্ষক প্রতিনিধি রোকসানা বেগম এবং অভিভাবক সদস্য ফরিদ আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য, যুক্তরাজ্য প্রবাসী জনাব কাওসার আহমেদ জগলু ও যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিন রসু, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম মুন্না, ইউপি সদস্য আব্দুল গফফার কুটি, ইউপি সদস্য তারেক আহমদ, ইউপি সদস্য ফয়ছল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সজীব আলী, মাসুক আহমদ, হাফিজ মনসুর আহমদ সহ উক্ত বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। 

এই সভায় সৈয়দা আদিবা হোসেনের সাথে বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা,এবং শিক্ষকদের বেতন-ভাতা সহ বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়।
এই সময় সৈয়দা আদিবা হোসেন বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য তিন লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। সৈয়দা আদিবা হোসেন বিদ্যালয়ের উন্নয়নে প্রবাসী কল্যাণ সংস্থার কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন প্রবাসী কল্যাণ সংস্থাকে এভাবে সবসময় বিদ্যালয়ের পাশে থাকার অনুরোধ করেন।
বিদ্যালয়ের এডহক কমিটি, শিক্ষকবৃন্দ, এলাকাবাসী এবং প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে সৈয়দা আদিবা হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নবীনতর পূর্বতন